হিলি স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে। এতে বন্দরের সব কার্যক্রমসহ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
রাষ্ট্রের স্বার্থে এনবিআর বিলুপ্তিরোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারির সমম্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে।
এ স্থলবন্দর দিয়ে রবিবার (২৯ জুন) সকাল থেকে ভারতে আমদানি-রপ্তানি হয়নি। স্থলবন্দর একেবারে জনশূন্য হয়ে পড়েছে।
হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। কেন্দ্রের সিন্ধান্ত অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।
ঢাকা/মোসলেম/বকুল