বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিক নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় তার পদ স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৫ জুলাই) রাতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে নিজাম উদ্দিনকে সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা-পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বরাবর রিয়াজুল জান্নাত নামে এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। চাঁদা না দেয়ায় তার স্বামীকে মব সৃষ্টি করে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে উল্লেখ করে ওই নারী দাবি করেন, নিজাম উদ্দিন তার স্বামীর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছেন।
নগরীর বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা রিয়াজুল জান্নাত অভিযোগে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে নিজাম উদ্দিন আমার স্বামীর কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।”
গত বৃহস্পতিবার (৩ জুলাই) কোতোয়ালি থানা পুলিশ রিয়াজুল জান্নাতের স্বামী নওশেদ জামালকে গ্রেপ্তার করে।’’ তার স্বামী জামায়াত নেতা বলেও দাবি করেন রিয়াজুল জান্নাত।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান ইনামের নির্দেশে নিজাম উদ্দিনের পদ স্থগিত করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
নোটিশে বলা হয়, “একজন দায়িত্বশীল সদস্য সচিব হিসেবে আপনার কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থি। কেন আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী তিন কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।”
এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ‘‘৫ আগস্টের আগে নওশেদ জামাল আওয়ামী লীগের শ্রমিক নেতা ছিলেন। তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রথমে ওই নারী ১০ লাখ টাকা চাঁদা দাবির কথা বলেছিলেন। এখন দুই কোটি টাকা বলছেন। সিএমপি কমিশনারকে বলেছি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে। আমার বিরুদ্ধে এক পারসেন্ট সত্যতা পেলে ব্যবস্থা নেবেন। আমি স্বেচ্ছায় কারাগারে যাব। সত্যতা না পেলে ওই নারীর বিরুদ্ধে আমি মানহানিসহ দুটি মামলা দায়ের করব।’’
সংগঠনের দেয়া নোটিশ প্রসঙ্গে তিনি জানান, যথাসময়ে ব্যাখ্যা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন।
ঢাকা/রেজাউল/বকুল