ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৮:১৬, ৮ জুলাই ২০২৫
কক্সবাজারে খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিহত কামাল হোসেন

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিখোঁজের পর দিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

আরো পড়ুন:

নিহতের স্বজন লুৎফুর রহমান কাজল জানান, কামাল হোসেন সোমবার (৭ জুলাই) রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মনখালী খালে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজনরা মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কীভাবে হত্যা করেছে, এ ব্যাপারে তদন্ত চলছে।  
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়