ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৮ জুলাই ২০২৫  
খুলনায় ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলি জব্দ হয়। 

মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল-করিম শাম্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে খুলনার বিভিন্ন একালায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচলনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাকিল গ্রুপের প্রধান ও বি কোম্পানির অন্যতম সদস্য শাকিল শেখ, শহিদুল ইসলাম খোকন, মো. শাকিল এবং অশিক গ্রুপের সদস্য ইয়াসিন আরাফাতকে খুলনার লবনচরা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী ইয়াসিন আরাফাতের বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, একটি ডামি পিস্তল, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে এরূপ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়