নালা থেকে উদ্ধার করা সেই শিশুকে বাঁচানো যায়নি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
হালিশহরের ‘এ’ ব্লক এলাকায় স্ল্যাব খোলা থাকা একটা নালায় পড়ে নিখোঁজ হয় হুমায়রা
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে যাওয়া সেই শিশুকে বাঁচানো যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার কামরুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিস ৩ বছর বয়সী শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগরীর হালিশহরের ‘এ’ ব্লক এলাকায় স্ল্যাব খোলা থাকা একটা নালায় পড়ে নিখোঁজ হয় হুমায়রা। বিকেল পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ঢাকা/রেজাউল/রফিক