শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাড়িতে কাউকে না পেয়ে দরজায় নোটিশ টাঙিয়ে দেয় দুদকের কর্মকর্তারা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঐশী খানকে বাড়িতে না পেয়ে তার বাসভবনের দরজায় এই নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল মাদারীপুর শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের নিজ বাসভবনে কাউকে না পেয়ে দরজায় দুদকের আদেশের নোটিশ টানানো হয়।
দুদকের নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসে মধ্যে জমা দিতে হবে।
মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, আগামী ২১ কার্যদিবসের মধ্যে বিবরণী জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ঢাকা/বেলাল/বকুল