ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১০ জুলাই ২০২৫  
হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি বন্দর দিয়ে মরিচগুলো আমদানি করে এনপি ইন্টারন্যাশনাল।

দেশের বাজার স্বাভাবিক রাখতে দীর্ঘ ৭ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। 

বৃহম্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ভারত থেকে দুটি মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। 

আরো পড়ুন:

ভারতে ঝারখান রাজ্য থেকে গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান মরিচ রপ্তানি করছে। আর হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করে।

সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি শুরু করেছেন বলে জানান আমদানিকারকরা। এর আগে, গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পি জানান, সম্প্রতি দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে মরিচ ক্ষেত নষ্ট হয়ে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যাবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে।”

এদিকে, এক সপ্তাহের ব্যবধানে হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ১৩০ টাকা। আমদানি খবরে হিলি বন্দর এলাকায় কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।

ঢাকা/মোসলেম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়