ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৩ জুলাই ২০২৫  
কুষ্টিয়ায় পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

গ্রেপ্তার আব্দুস সালাম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদকদ্রব্যসহ আব্দুস সালাম (৪৮) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম উপজেলার ইনসাফনগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবির অধিনায়ক জানান, ৪৭ বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, প্রায় ৬ কেজি গাঁজা ও ভারতীয় ১০০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮৩ হাজার টাকা।

তিনি আরো জানান, গ্রেপ্তার আব্দুস সালামকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়