ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর-জকসিন সড়ক সংস্কারে অবহেলার অভিযোগে গায়েবানা জানাজা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৪০, ১৪ জুলাই ২০২৫
লক্ষ্মীপুর-জকসিন সড়ক সংস্কারে অবহেলার অভিযোগে গায়েবানা জানাজা

দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর-জকসিন সড়ক। এই সড়কে যাতায়াতকারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সড়কটি সংস্কার না হওয়ায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী জানাজার আয়োজন করা হয়েছিল। 

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে সড়ক ও জনপদ অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘বিভিন্ন সড়কে চলাচলকারী ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। ‌

আরো পড়ুন:

কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা সিসিএস-এর প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর-জকসিন সড়কটি বছরের পর বছর সংস্কার হয়নি। সড়কটিতে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। খানাখন্দ আর ধুলাবালিতে ভরা এ সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বারবার জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের এই কর্মসূচি। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বক্তব্য নিতে তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়