ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৫৭, ১৪ জুলাই ২০২৫
আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ছবি সংগৃহীত

কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আরো পড়ুন: তারিখে তারিখে নয়, জুলাই যোদ্ধাদের প্রতিনিয়ত স্মরণ করতে হবে

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জনগণ সচেতন থাকলে মব ভায়োলেন্স ও চাঁদাবাজি হবে না। এসব অপরাধ দমন করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মাদক গডফাদারদের ধরার নির্দেশ:
উপদেষ্টা বলেন, “শুধু বাহক নয়, মাদকের পেছনে থাকা গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে মাদক। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাদকের বিরুদ্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়