ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে ‘ছ’ মিলের করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ০৯:১৭, ১৫ জুলাই ২০২৫
কুড়িগ্রামে ‘ছ’ মিলের করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু 

আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ‘ছ’ মিল।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ চেরাই করতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ‘ছ’ মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, ‘ছ’ মিলে গাছ কাটার সময় অসাবধানতাবসত করাতে কাটা পড়ে শুকুর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী ‘ছ’ মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ‘ছ’ মিলে কাঠ চেরাই করতে গিয়ে কাটা পড়ে শ্রমিক শুকুর আলী। সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ্/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়