ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানা বৃষ্টিতে বাগেরহাট শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৫ জুলাই ২০২৫  
টানা বৃষ্টিতে বাগেরহাট শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

বাগেরহাট শহরে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে পৌঁছেছে

বাগেরহাটে টানা বর্ষণে জেলা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দুই সপ্তাহ ধরে ভারী বর্ষণের ফলে জেলা শহরের খানজাহান আলী রোড, রেলরোড, বাসাবাটি, সাধনার মোড়, পিটিআই মোড়, শালতলা, জেলা হাসপাতাল এলাকা ও পোস্ট অফিস সংলগ্ন এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক হাঁটু পানিতে ডুবে গেছে। এ সব এলাকায় বসবাসকারী মানুষজন ঘরবন্দি হয়ে পড়েছেন। বিপাকে পড়েছেন রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী ও দিনমজুর শ্রেণির মানুষ।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানে পৌরসভার পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেয়া হয় না। খাল ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বাগেরহাট শহরের খান জাহান পল্লী এলাকার আল আমিন বলেন, ‘‘বৃষ্টি হলেই পানিতে রাস্তা তলিয়ে যায়। হালকা বৃষ্টিতেও আমরা ভোগান্তিতে পড়ি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ভোগান্তি আরো বেড়েছে। পৌরসভা থেকেও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’’

সাধনা মোড় এলাকার মো আলী বলেন, ‘‘প্রতি বছর আমরা একাধিকবার পানিতে ডুবি। আমাদের শহরে পানি নিষ্কাশনের তেমন ব‍্যবস্থা নেই। শহরের একটি ড্রেনও পানি চলাচলের উপযোগী নেই। রাস্তাগুলোও ভাঙা। বৃষ্টির কারণে ভাঙা রাস্তা পানিতে তলিয়ে গেছে। এখন পানির ভিতরে হেঁটেও চলাচল করা যাচ্ছে না।’’

আবহাওয়া অধিদপ্তরের মোংলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ হারুন অর রশিদ জানান, সোমবার (১৪ জুলাই) দুপুর থেকে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত জেলায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মোংলা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল হক রিজভী জানান, এই বর্ষায় বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছে। ফলে আগের চেয়েও ১৫ শতাংশ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি কমলে ক্ষতির পরিমাণ নিরুপণ করে প্রয়োজনিয় ব‍্যবস্থা নেয়া হবে। এছাড়া পৌরসভার সাড়ে ৭ কিলোমিটার ড্রেনের কাজ চলমান রয়েছে।
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়