ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্ধুদের নিয়ে নদীতে ঝাঁপ, শিশু নাইমের খোঁজ মেলেনি

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৪৭, ১৫ জুলাই ২০২৫
বন্ধুদের নিয়ে নদীতে ঝাঁপ, শিশু নাইমের খোঁজ মেলেনি

ব্রিজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে শিশু নাইম নিখোঁজ হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নাইম ইসলাম (৮) নিখোঁজ রয়েছে। ২৪ ঘণ্টায়ও তার খোঁজ মেলেনি।

শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।  

আরো পড়ুন:

স্থানীয়রা জানায়, সোমবার (১৪ জুলাই) ৫ বন্ধুর সঙ্গে নাইম মাসলিয়া গ্রামের ব্রিজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা নদী থেকে উঠে আসলেও নাইম নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয়রা গত ২৪ ঘণ্টায় তাকে উদ্ধার করতে পারেনি। নদীতে স্রোত ও প্রচুর পরিমাণে কচুরিপনা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। 

নিখোঁজ শিশুর মা চায়না বেগম জানান, শিশু নাইম ছাড়াও তার একটি ছেলে সন্তান আছে। সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ছোট ছেলেকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আর নাইম বন্ধুদের সঙ্গে ভৈরব নদীতে গোসল করতে যায়। এরপর বেলা গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। 

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের ডুবুরি দলের লিডার সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। প্রচণ্ড স্রোত ও কচুরিপনার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারপরও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান আছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোসলে নেমে শিশুটি নিখোঁজ হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। 

ঢাকা/সোহাগ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়