ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে জুলাই বিপ্লবের গান ও ড্রোন শো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ০৯:০২, ১৬ জুলাই ২০২৫
চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে জুলাই বিপ্লবের গান ও ড্রোন শো

সমন্বয় সভা

জুলাই বিপ্লবের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর লক্ষে বন্দরনগরী চট্টগ্রামে আজ ১৬ জুলাই অনুষ্ঠিত হবে জুলাইয়ের গান এবং ড্রোন শো। নগরীর জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়ামে) এই আয়োজন উপলক্ষে ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সভায় ফারুকী বলেন, “সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো হবে এবং ড্রোন শো এর মাধ্যমে ডিসপ্লে করা হবে। এতে গান পরিবেশন করবেন বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড।”

ইতোমধ্যে এই উপলক্ষে সেনা, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে সম্মিলিত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। 

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়