ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১২:৩৪, ১৬ জুলাই ২০২৫
চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা 

কক্সবাজারের চকরিয়ায় বাসায় চুরি করতে গিয়ে এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। 

সোমবার (১৪ জুলাই) দিবাগত গভীর রাতে চকরিয়া পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ভুক্তভোগীর স্বামী ট্যুরিস্ট পুলিশে কর্মরত। সেই রাতে কর্মস্থলে ছিলেন তিনি। 

ভুক্তভোগীর বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত দুর্বৃত্ত রান্নাঘরের জানালা দিয়ে বাসায় ঢোকে। তার হাতে ছিল ধারালো দা ও টর্চলাইট। সে ওই নারীকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে এবং রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা ছোট দুই শিশুর কান্না শুনে পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে পুলিশ সদস্য স্বামী রাতেই থানায় গিয়ে বিষয়টি জানান। পরদিন সকালে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি ও ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা হয়।

ওসি বলেছেন, “ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আমরা কাজ করছি।”

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়