আকাশে উড়ছে ৭০ হাত লম্বা ‘সাপ ঘুড়ি’
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
৭০ হাত লম্বা ‘সাপ ঘুড়ি’
দিনাজপুরের ঘোড়াঘাটে একদল কিশোর ৭০ হাত লম্বা একটি ‘সাপ ঘুড়ি’ তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘুড়িটি তৈরি করতে তাদের খরচ হয়েছে প্রায় দুই হাজার টাকা।
তবে এই উপজেলায় এতো বড় আকারের ঘুড়ি এটাই প্রথম। ঘুড়িটি আকাশে উড়ছে আর এলাকাবাসীসহ পথচারীরা উপরের দিকে তাকিয়ে তা দেখছেন।
উপজেলার করতোয়া নদীর পাশে ত্রিমোহনী ঘাট এলাকায় শীত কিংবা গরমে বিকেলবেলা আকাশজুড়ে রঙিন ঘুড়ির ছড়াছড়ি চোখে পড়ে। বর্তমানে বর্ষাকালেও খোলা মাঠ এবং নদীর পাশে ঘুড়ি ওড়াতে দেখা যাচ্ছে একদল কিশোরের।
তারাই শখের বশে ৭০ হাত দীর্ঘ বিশাল একটি সাপ ঘুড়ি তৈরি করে আকাশে উড়িয়েছে। আজ তাদের শখ পূরণ হলো। আকাশে উড়লো বিশালাকৃতির ঘুড়ি। ঘুড়িটির দৈর্ঘ্য প্রায় ৭০ হাত, প্রস্থও প্রায় ৩-৪ হাত। ঘুড়িটির পেছনে রয়েছে লম্বা লেজ।
দর্শনার্থী সাজেদুল, রাব্বি ও মোজাফফর হোসেন বলেন, ছেলেদের এই আগ্রহ দেখে ভালো লাগেছে। তারা খেলাধুলার দিকেও মনোযোগ দিচ্ছে এটা ইতিবাচক। এভাবেই প্রযুক্তি ও মোবাইল ফোনের আসক্তির ভিড়ে ঘুড়ি উড়িয়ে আনন্দ খুঁজে নিচ্ছে তারা। নিশ্চয় এটা একটা ভাল দিক।
মকবুল হোসেন নামে এক পথচারী বলেন, “যাচ্ছি পলাশবাড়ীর দিকে, হঠাৎ দেখি বিশাল একটি সাপ ঘুড়ি উড়ছে আকাশে। কাছে গিয়ে দেখি এলাকার ছোট ছোট ছেলেরা নিজ উদ্যোগে তারা এই ঘুড়ি তৈরি করেছে। দেখে ভালো লাগলো। মাদকাসক্ত থেকে দূরে থেকে তারা ১৫-২০ জন মিলে নিজেরাই টাকা জমিয়ে এই ঘুড়ি তৈরি করেছে।”
ঘুড়ি তৈরির উদ্যোক্তাদের একজন হাসিব বলেন, “আমরা ইউটিউব দেখে সাপ ঘুড়ি তৈরি করতে শিখেছি। টানা কয়েকদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ ঘুড়িটি তৈরি করেছি। আজ বিকেলে প্রথম মাঠে ঘুড়িটি উড়িয়েছি। পথচারীসহ এলাকার অনেক লোকজন এসেছেন ‘সাপ ঘুড়ি’টির ওড়া দেখতে। ঘুড়িটি শুধু মানুষের মন জয় করেনি, ঘুড়ি উড়িয়ে আমরাও অনেক আনন্দ পাচ্ছি।”
ঢাকা/মোসলেম/এস