ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৬:১০, ১৬ জুলাই ২০২৫
নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

জাহিদ ও আরিফ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসে তারিকুল ইসলাম নামে এক যাত্রীকে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ জুলাই) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

মারধরের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেন ওই যুবককে মারধর করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম (৩৩) এবং ৫ নম্বর ওয়ার্ডের মকবুল আহাম্মদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।

আহত তারিকুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, গত সোমবার রাত ১১টার দিকে তারিকুল ঢাকা থেকে লাল সবুজ পরিবহনের একটি বাসে নোয়াখালী যাচ্ছিলেন। সোনাইমুড়ী রেলক্রেসিংয়ের সামনে একদল যুবক বাসটির গতিরোধ করে। তারা বাসের ভেতরে প্রবেশ করে তারিকুলকে মারধর করে। এ সময় মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তিনি জানান, ভিডিওতে দেখা যায়, তারিকুলকে হেলমেট দিয়ে একজন আঘাত করছেন। কয়েকজনকে তাকে কিলঘুষি মারতে ও টানাহেঁচড়া করতে দেখা যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই তারিকুলের বড় ভাই মাহফুজুল ইসলাম বাদী হয়ে নাম না জানা ৭-৮ জনকে আসমি করে সোনাইমুড়ী থানায় মামলা করেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মুখে মাস্ক পরিহিত অবস্থায় বাসের ভেতরে হেলমেট দিয়ে আঘাতকারী আরিফুল ইসলামকে শনাক্ত করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে আরিফুলকে এবং জাহিদুল নামে অপর একজনকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সুধারাম মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে, দুপুরে নোয়াখালীর চিফ জুাডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ঢাকা/সুজন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়