ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপিকে ঘায়েল করতে ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত: টুকু 

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪৬, ১৬ জুলাই ২০২৫
বিএনপিকে ঘায়েল করতে ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত: টুকু 

ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দিচ্ছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‍ “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞ থাকা উচিৎ। তার কারণেই জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। জামায়াতের কোনো কৃতজ্ঞতা নেই, তারা শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠে পরে লেগেছে, নতুন করে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপি এ দেশের মানুষের ভালোবাসার দল।” 

বুধবার (১৬ জুলাই) দুপুরে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আরো পড়ুন:

টুকু বলেন, “গত ১৭ বছর বিএনপি ও তার সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কেউ কেউ ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন। চাকরি থেকে বঞ্চিত হয়ে বারবার জেল খেটেও বিএনপি ছাড়েনি নেতাকর্মীরা। সামনে বিএনপির তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত কমিটি হবে। কমিটিতে ত্যাগীরা আগে মূল্যায়িত হবেন। কোনো ক্রমেই হাইব্রিডরা যেনো পদ না পান সেদিকে ত্যাগীদের সজাগ থাকতে হবে।” 

মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে। তারা জানে এ দেশকে রক্ষা করতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি বারবার এ দেশকে রক্ষা করেছে। দেশ নিয়ে আবারো ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এ দেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।” 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া সলংগা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার,  রুমানা মোর্শেদ কনকচাঁপা, সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম। মতবিনিময় সভা পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও আবু সাইদ সুইট।

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়