ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈয়দপুরে দুই উপদেষ্টার সামনে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:১৯, ১৬ জুলাই ২০২৫
সৈয়দপুরে দুই উপদেষ্টার সামনে বিক্ষোভ

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আটকে বিক্ষোভ করেন। তারা রংপুর থেকে অনুষ্ঠান শেষে ঢাকা ফিরছিলেন। 

আরো পড়ুন:

এ সময় দুই উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে দুই উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশ করেন।

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‍“গোপালগঞ্জে হামলার ঘটনায় প্রশাসনের কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সিথুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়