ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের গণতন্ত্র ষড়যন্ত্রের জালে আটকে যাচ্ছে: দুলু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৬ জুলাই ২০২৫  
বাংলাদেশের গণতন্ত্র ষড়যন্ত্রের জালে আটকে যাচ্ছে: দুলু

নাটোর শহরের কানাইখালী এলাকায় বুধবার বিকেলে আয়োজিত এক সভায় বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের গণতন্ত্র ষড়যন্ত্রের জালে আটকে যাচ্ছে। একবার যদি গণতন্ত্র হারিয়ে যায়, তাহলে গত ১৭ বছরের কষ্টের চেয়েও আরো শত বছর কষ্ট করতে হতে পারে।” 

বুধবার (১৬ জুলাই) বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘গত বছর ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এরপর গত ১০ মাস ধরে তারেক রহমান দেশের সবক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডকে সহায়তা করে এসেছেন। তারেক রহমান অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিগত কয়েক দিন ধরে তাকে নিয়ে যেভাবে মিথ্যাচার করা হয়েছে, তাতে ছাত্র-জনতা, যুবসমাজ আজ ক্ষুব্ধ। জনগণ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জেগে উঠেছে।”

এনসিপিকে উদ্দেশে করে তিনি বলেন, “আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে চাই—আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তাহলে এখন কেন আমার নেতার প্রতি অসম্মান দেখানো হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? আজ গোপালগঞ্জে আপনারা সভা করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ রাজনৈতিক দলের দ্বারা আক্রান্ত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।”

বিএনপির এই নেতা বলেন, “যদি আমরা নিজেরাই হানাহানি ও বিভেদে জড়িয়ে পড়ি, তাহলে ফ্যাসিবাদ আবার জেগে উঠবে। একমাত্র ঐক্যের মাধ্যমেই আমরা ফ্যাসিবাদ মোকাবিলা করতে পারব। তাই সব রাজনৈতিক দলকে বসে এই ষড়যন্ত্র মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে। তা না হলে বাংলাদেশের গণতন্ত্র ষড়যন্ত্রের জালে আটকে যাবে। আর একবার যদি গণতন্ত্র হারিয়ে যায়, তাহলে গত ১৭ বছরের কষ্টের চেয়েও আরো শত বছর কষ্ট করতে হতে পারে। তাই সবাইকে এখনই সতর্ক হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন। বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবিনা ইয়াসমিন ছবি, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম এবং জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়