ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের দাবি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১০:৫৮, ১৭ জুলাই ২০২৫
দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের দাবি

এএসপি মুশফিকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে এনসিপি সদস্যদের অবস্থান কর্মসূচি (ইনসেটে এএসপি মুশফিকুর রহমান)

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মুশফিকুর রহমানকে প্রত্যাহারের পর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

আন্দোলনের মুখে তাৎক্ষণিকভাবে এএসপি মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

এদিকে, এএসপি মুশফিকুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সারারাত পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতাকর্মীরা অবস্থান করেন।

বুধবার (১৬ জুলাই) রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির।

আবির জানান, গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন।

এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরে এএসপি মুশফিকুর রহমানের প্রত্যাহার ও গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়