ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫৮, ১৭ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

খাগড়াছড়ি সদর মডেল থানা

খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভয় ও আতঙ্কে ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি আলোচনায় আসে। 

জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের লতিবান এলাকার ১৪ বছর বয়সী এই কিশোরী রথযাত্রা দেখতে গিয়ে গত ২৭ জুন রাতে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির পাশে কাকার বাড়িতে পাশবিক নির্যাতনের শিকার হন।

এদিকে, বুধবার (১৬ জুলাই) রাতে কিশোরীর পিতা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে ওই রাতেই পুলিশ এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো- আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। এছাড়া মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩) নামে আরো দুজন পলাতক রয়েছেন।

মুনিগ্রাম হাইস্কুলে অধ্যয়নরত অষ্টম শ্রেণির এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েছে। একপর্যায়ে পরিবারের কাউকে কিছু না জানিয়েই গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করেন কিশোরী।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে মামলার চার জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা/রূপায়ন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়