ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৭ জুলাই ২০২৫  
শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে ৩০ দিন করে ও দুই ব্যক্তিকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন—নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার নাজির হাওলাদারের ছেলে মো. টুটুল হাওলাদার (৪৮), একই এলাকার বাবুল আফজাল হোসেনের ছেলে মো. বাবুল মিয়া (৪৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মোহন চন্দ্র ঘোষের ছেলে দিলীপ চন্দ্র ঘোষ (৫০), ময়মনসিংহ সদরের মাছুদুর রহমানের ছেলে মো. শাহিনুর রহমান শাহিন (৩৩) এবং একই এলাকার আবু সাঈদের ছেলে মো. ইয়াসিন (২৫)।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। বার বার সতর্ক করার পরেও তারা বালু উত্তোলন অব্যাহত রাখে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সব সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/তারিকুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়