ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৭ জুলাই ২০২৫  
মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তায় এ দুর্ঘটনা ঘটে। বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বপ্না আক্তার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামের মুদি দোকানি হেলাল মিয়ার স্ত্রী। হেলালের ভাই লাল মিয়া জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্বপ্না রান্নার জন্য মাচা থেকে জ্বালানি কাঠ আনতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। স্বপ্নার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বরাইদ ইউনয়িন পরিষদের সদস্য মো. রমজান আলী জানিয়েছেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই স্বপ্নার মৃত্যু হয়েছে। বর্তমানে সাপের উপদ্রব বেড়েছে। তাই, কাজ করার সময় সবার সাবধান থাকা উচিত।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেছেন, “আমাদের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া সম্ভব।”

ঢাকা/চন্দন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়