ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী ট্রেন চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাসা থেকে এনামুল হক (৪৭) নামে এক সহকারী ট্রেন চালকের ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পৌর এলাকার মসজিদপাড়ার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এনামুল হক কুষ্টিয়ার মীরপুর বারইপাড়ার লুৎফুর রহমানের ছেলে। তিনি মসজিদপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘‘এনামুল হক মসজিদপাড়ায় বাসা ভাড়া করে একাই থাকতেন। গত কয়েকদিন তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।’’
তিনি আরো বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’
ঢাকা/পলাশ/রাজীব