সুনামগঞ্জে পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামের একটি ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা বিলকিস আক্তার (২৮) ও তার দুই বছর বয়সী মেয়ে বীথী। তারা দুজনই সুনামগঞ্জের আলমপুর ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান। শুক্রবার সকালে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব