ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে বিএনপির পথসভা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৩৩, ১৮ জুলাই ২০২৫
গাজীপুরে জুলাই-আগস্টে শহীদদের স্মরণে বিএনপির পথসভা 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈরে পথসভা ও মৌন মিছিল করেছে বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার সফিপুরে পথসভার আয়োজন করে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি। পরে তারা মৌন মিছিল বের করেন। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  

আরো পড়ুন:

পথসভায় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী শহীদ ও আহত হন। তাদের আত্মত্যাগ এবং আহতদের যন্ত্রণা আমাদের উপলব্ধি করতে হবে। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইজুদ্দিন আহম্মেদের সঞ্চলনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয় মজিবুর রহমান। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়