গাইবান্ধায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ সংলগ্ন স্থানে ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) ‘ইপিজেড বাস্তবায়ন মঞ্চ’ গাইবান্ধার আয়োজনে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক মঞ্চের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাডভোকেট ফারুক কবীর, সোমা ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা অবহেলিত জেলাগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখানে আজ পর্যন্ত একটি কলকারখানা, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। প্রস্তাবিত রংপুর ইপিজেড গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি খাস জমিতে বাস্তবায়ন করা হলে জেলার সাত উপজেলার মানুষ উপকৃত হবে। আমরা এই দাবি জানিয়ে আসছি। দাবি মানা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
ঢাকা/মাসুম/রাজীব