কিশোরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে রাফসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান ওই গ্রামের মুস্তাকিমের ছেলে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘রাফসান ঘরের ভেতর খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’
ঢাকা/রুমন/রাজীব