সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয়: রিজভী
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গণতন্ত্র প্রতিষ্ঠা এককভাবে হয় না জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয়। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানো হচ্ছে। উদ্দেশ্য ভালো নয়।”
তিনি বলেন, “আন্দোলনের মাঠ তৈরি করেছেন তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনে শরিক হয়ে চূড়ান্ত ঘোষণা দেন তিনি।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত শোক র্যালির আগে সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “ছাত্র-জনতা জীবন দিয়ে দেখিয়েছে, এ দেশে কখনই ফ্যাস্টিটদের জায়গা হবে না। বেগম জিয়া বাইরে থাকা মানে হাসিনার বিপদ। সেজন্যই তাকে বন্দি করে রেখেছিল আওয়ামী লীগ।”
তিনি বলেন, “মানুষ হত্যা করেও নিজেকে রক্ষা করতে পারেননি শেখ হাসিনা, পালিয়েছেন বিদেশে। শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে ঘাপটি মেরে থাকা যুবলীগ-ছাত্রলীগ হামলা চালিয়েছে।”
তিনি বলেন, “গঠনমূলক সমালোচনা করলেও সব গণতান্ত্রিক শক্তিকে এক থাকতে হবে।”
আজ শুক্রবার দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে র্যালি বের হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোক র্যালির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ খান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের রহমতুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক খান, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরোজা
খানম নাসরিন ও জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালামসহ শাহিন।
ঢাকা/পলাশ/মাসুদ