ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে কারফিউ শিথিল

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১২:০১, ১৯ জুলাই ২০২৫
গোপালগঞ্জে কারফিউ শিথিল

কারফিউ শিথিল হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টা শিথিল করা হয়েছে। কারফিউ শিথিল করায় ঘটনার তিন দিন পর জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। 

শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্য্যালয়ে থেকে পাঠানো এক পত্রে ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করার এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় কারফিউয়ের সময়সীমা শেষ হবে। তবে তা প্রত্যাহার না করে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা শিথিল করা হয়। 

এদিকে, জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরবাসীর মধ্যে আতঙ্ক কেটে গিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। সড়কগুলোতে যানবাহন চলাচল করছে। সকালেই খুলেছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। বেলা বাড়ার সাথে সাথে শহর জুড়ে বাড়ছে প্রাণ চাঞ্চল্য।

সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত গোপালগঞ্জ, কোটালীপাড়া এবং কাশিয়ানী থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই হাজার ৬০০ জনকে আসামি করে আলাদা তিনটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৬৭ জনকে। তবে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। 

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থেকে শহরজুড়ে টহল দিতে দেখা গেছে।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়