ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে দু’ গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৯ জুলাই ২০২৫  
নড়াইলে দু’ গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

সংঘর্ষে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যখালী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জাফর শেখ গ্রুপের সঙ্গে একই গ্রামের রোস্তম আলী গ্রুপের মধ্যে দীর্ঘ ধরে গ্রাম্য বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (১৮ জুলাই) বিকালে জাফর শেখের সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষ রোস্তম আলী গ্রুপের লোকজন মারধর করে। তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জের ধরে শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় গ্রুপ স্থানীয় তৈরি ঢাল, সড়কি, রাম দা, ইটপাটকেল, লাটিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে  ঘণ্টাব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। 

আরো পড়ুন:

আহতরা হলেন, আলমগীর শেখ (৪২), রহমান সরদার (৫৫), তানিয়া খানম (৩৪), মরজিনা বেগম (৩৫), এসকেন সরদার (৫৫), মহাসেন সরদার (৫৭), মাহিম (১৯), শহিদ আলী (৪৫), লিমন সরদার (২৫), শরিফুল মোল্যা (৪৫), রোস্তম সরদার (৫৫), কেসমত মোল্যা (২৭), শফিক মোল্যা (৩৫), রেহাব মোড়ল (২২), সাদ্দাম সিকদার (৩২), নুর ইসলাম (৪০) ও সৌরভ সিকদার (১৫)।  আহতদের নড়াইল আধুনিক সদর  হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়