ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ব্যাগটা ওর সঙ্গে সবসময় থাকতো, এখন এটাই একমাত্র সান্ত্বনা’

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪০, ২২ জুলাই ২০২৫
‘ব্যাগটা ওর সঙ্গে সবসময় থাকতো, এখন এটাই একমাত্র সান্ত্বনা’

রাইসা মনি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। তবে রাইসার স্কুল ব্যাগ, আইডি কার্ড আর একটি খাতা তারা পেয়েছেন। এগুলোকেই ‘সান্ত্বনা’ বলে মনে করছে রাইসার পরিবার। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাইসার চাচা ইমদাদুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে বলা হচ্ছে, রাইসাকে পাওয়া গেছে, তা সত্য নয়। ছবিটি দেখে আমাদের মনে হলো, হয়তো ও আমাদের রাইসা। কিন্তু সেটা নয়। আমাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।” 

আরো পড়ুন:

তিনি বলেন, “পরিবারের সবাই দিনরাত হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়াচ্ছি। এখনো রাইসার কোনো সন্ধান মেলেনি।”

রাইসার মামা আজ ভোরে আবারো দুর্ঘটনাস্থলে ছুটে যান। ধ্বংসস্তূপের মাঝে হাতড়ে খুঁজতে থাকেন প্রিয় ভাগনিকে। সেখানে তিনি রাইসার স্কুল ব্যাগ, তার আইডি কার্ড আর একটি খাতা পান। তিনি বলেন, “এই ব্যাগটা ওর সঙ্গে সবসময় থাকতো। এখন এটাই আমাদের একমাত্র সান্ত্বনা।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়