ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন স্কুলে দগ্ধ রাঙামাটির উক্যচিং আর নেই

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১২:৪৮, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুলে দগ্ধ রাঙামাটির উক্যচিং আর নেই

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল উক্যচিং মারমা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রাঙামাটির রাজস্থলীর উক্যচিং মারমা মারা গেছে। 

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত তিনটায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আরো পড়ুন:

তার মাসি (খালা) নেলী মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুর্ঘটনার সময় উক্যচিং স্কুল ভবনের একটি শ্রেণিকক্ষে ছিল। বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের পর ভবনে আগুন ছড়িয়ে পড়ে। উক্যচিংয়ের শরীরের প্রায় শতভাগ অংশই দগ্ধ হয়। এরপর তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।’’

উক্যচিং মারমা ছিলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়া এলাকায়। বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

নেলী মারমা আরো বলেন, ‘‘উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় গিয়েছিল আমার বোনের ছেলে। এখন সে লাশ হয়ে বাড়ি ফিরছে। আমরা কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছি না।’’

ঢাকা/শংকর/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়