ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজিডি: রাঙামাটির উক্যচিং বার্ন ইউনিটে চিকিৎসাধীন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১২:৩০, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন ট্র্যাজিডি: রাঙামাটির উক্যচিং বার্ন ইউনিটে চিকিৎসাধীন

বাবা-মায়ের সাথে উক্যচিং মারমা (ইনসেটে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন)

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাঙামাটির রাজস্থলী উপজেলার উক্যচিং মারমা (১৪) নামে এক শিক্ষার্থী গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। সে ওই স্কুলের ইংলিশ মিডিয়ামের ৭ম শ্রেণির শিক্ষার্থী। 

বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার মামি মিলি মারমা। 

আরো পড়ুন:

উক্যচিং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের উসাইমং মারমার ছেলে। উসাইমং রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

উসাইমং মারমা বলেন, “অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছেলেকে রাজধানীতে পড়ালেখা করানোর জন্য পাঠিয়েছি। এই দুর্ঘটনায় আমার ছেলে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। আমি সকলের কাছে দোয়া এবং আশির্বাদ কামনা করছি, যেন সে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।”

প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৭১ জন। দগ্ধ শিক্ষার্থীদের জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা/শংকর/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়