ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজিডি: টাঙ্গাইলে ২ শিক্ষার্থীর বাড়িতে মাতম

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১২:২৬, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন ট্র্যাজিডি: টাঙ্গাইলে ২ শিক্ষার্থীর বাড়িতে মাতম

বিধ্বস্তের ঘটনায় নিহত তানভীর আহমেদ ও মেহেনাজ আক্তার হুমাইরা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। 

সোমবার (২১ জুলাই) তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে।

আরো পড়ুন:

নিহতদের মধ্যে একজনের নাম তানভীর আহমেদ (১৪)। সে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

অপরজনের নাম মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহত তানভীরের চাচাতো ভাই সজিব বলেন, “চাচা-চাচি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি থামছেই না।” 

অপর দিকে দুর্ঘটনায় নিহত সখীপুরের হতেয়া কেরানিপাড়া গ্রামেও একই দৃশ্য দেখা গেছে। মেহেনাজ আক্তার হুমাইরার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া আসে। স্বজনদের কান্নায় সেখানে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। 

এদিকে, দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম প্রমুখ।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়