ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজিডি: টাঙ্গাইলের নিহত ২ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২২ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১৯, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন ট্র্যাজিডি: টাঙ্গাইলের নিহত ২ শিক্ষার্থীর দাফন সম্পন্ন

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর জানাযার নামাজ সম্পন্ন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর নিজ নিজ গ্রামে জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় তানভীর আহমেদের (১৪) এবং সখীপুর উপজেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমাইরার ‌জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শে‌ষে তাদের দুজনকে স্থানীয় ও পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন সম্পন্ন হয়। 

আরো পড়ুন:

এর আগে রাতে নিহতের লাশ অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইলের নিজ নিজ বাড়িতে আনা হয়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারি হয়ে ওঠে। 

নিহতরা হলো- মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো। অপরজন সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়