ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্দোষ মানুষকে আসামি করায় তদন্তে সময় লাগছে : উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ২০:৫৪, ২৭ জুলাই ২০২৫
নির্দোষ মানুষকে আসামি করায় তদন্তে সময় লাগছে : উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

আওয়ামী লীগ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়েছে, সেই বিচার যেন তাড়াতাড়ি শেষ হয়, সেই জন্য ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘বিচারের কাজ যতটা আগানোর উচিত ছিল, ততটা না হলেও বেশ অনেকটা এগিয়েছে। কিছু মামলার চার্জশিট দেয়া হয়েছে। এখানে একটা সমস্যা ছিল, যারা নির্দোষ তাদেরও আসামি করা হয়েছে। এ কারণে মামলা তদন্ত করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তবে এটা যেন তাড়াতাড়ি শেষ হয়, সেজন্য আমরা ব্যবস্থা করব।’’

আরো পড়ুন:

রবিবার (২৭ জুলাই) বিকালে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা নামে এলাকায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ও পুলিশ সংস্কার কমিশনে কোনো ছাত্র প্রতিনিধি নেই। কেউ এ বিষয়ে দাবি করে থাকলে তা অযৌক্তিক এবং আমার মনে হয় (তার দাবি) মিথ্যা।’’

তিনি বলেন, ‘‘৩৬ দিনের এই মাস। এই ৩৬ দিনের জন্য সরকারের তরফ থেকে একটা অনুষ্ঠান দিয়ে দেয়া হয়েছে। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ আমরা এখানে এসেছি।’’ 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

এ সময় সাংবাদিকদের আদিলুর রহমান বলেন, ‘‘গণভবনকে জাদুঘরে রুপান্তর করা হচ্ছে। ফ্যাসিবাদের পতন ও পুরো ১৫ বছরের ঘটনা সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছি। পাশাপাশি জুলাই শহিদরা দেশের জনগণের মুক্তির জন্য যে সংগ্রাম করেছেন, সেই কাজ আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’’

তিনি আরো বলেন, ‘‘৩৬ জুলাই আবাসন প্রকল্প আমরা একনেকে পাস করিনি। কারণ, এরমধ্যে কিছু অসংগতি রয়েছে। এটা রিভিউ করা হবে। কিছু তদন্ত করারও দরকার আছে। এরপরে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’’

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়