ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১৮:২৮, ২৮ জুলাই ২০২৫
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে পাঁচদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে এই রুটে যাত্রীবাহী বোট চলাচল শুরু হয়। 

এ দিন সকালে সেন্টমার্টিন থেকে দুটি যাত্রীবাহী সার্ভিস বোট টেকনাফের উদ্দেশে এবং টেকনাফ থেকে দুটি সার্ভিস বোট সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

আরো পড়ুন:

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম রাইজিংবিডি-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়েজুল ইসলাম জানান, প্রায় পাঁচদিন নৌযান চলাচল বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে। সকালে চারটি সার্ভিস বোট টেকনাফ-সেন্টমার্টিন রুটে নিরাপদে যাতায়াত করেছে। কয়েক দিন নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছিল। সেই সংকট অনেকটাই কেটে গেছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে নৌযান চলাচল অব্যাহত থাকবে।  

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বর্তমানে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। 
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়