ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ২২:২৩, ২৮ জুলাই ২০২৫
বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

ফাইল ফটো

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গা নাগরিককে ঠেলে দিয়েছে বিএসএফ। সোমবার (২৮ জুলাই) উপজেলার করমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয় শিশু রয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহলদল ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করে। জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর পূর্বে কাজের উদ্দেশে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান তারা। আটকদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়