ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেড়িবাঁধের দাবিতে অভিনব সংবাদ সম্মেলন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১১ আগস্ট ২০২৫  
বেড়িবাঁধের দাবিতে অভিনব সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীর এলাকায় সোমবার সকালে সংবাদ সম্মেলন করেন গ্রামবাসী

পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছেন বানভাসী মানুষ। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

লিখিত বক্তব্যে গ্রামের বাসিন্দা হালিমা আয়শা বলেন, “প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীর সংলগ্ন এলাকায় বসবাস করছে ২৫০টি পরিবার। নদীতে বেড়িবাঁধ না থাকায় বহু বছর ধরে দুই দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় এলাকাটি। তলিয়ে যায় কৃষি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসত ভিটা।” 

তিনি আরো বলেন, “বর্ষার সময় অনেকের উনুন জ্বলে না। পানিতে সবকিছু তলিয়ে থাকায় তখন চলাচলের একমাত্র বাহন হয় ভেলা কিংবা নৌকা। গ্রামের ৩ কিলোমিটার এলাকায় টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ হলে দুর্ভোগ থেকে রক্ষা পাবেন বানভাসী মানুষ। তাই দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিচ্ছি।” 

রবিউল ইসলাম অন্তর বলেন, “এখানে না আসলে আমাদের দুর্ভোগ দূর থেকে কেউ বুঝতে পারবেন না। যখন নদীতে জোয়ার হয় তখন আমাদের চলাচলের জন্য ভেলার প্রয়োজন হয়। আমরা যে ভেলায় চলাচল করি তা বোঝানোর জন্য ভেলায় বসে সংবাদ সম্মেলন করেছি।”

যুবক মল্লিক বলেন, “দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।” 

 

কলাপাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী সাদেকুর রহমান সাদিক বলেন, “ভুক্তভোগীরা আবেদন করলে বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়