ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধুনটে ঘরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:১৬, ২১ আগস্ট ২০২৫
ধুনটে ঘরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

ফাইল ফটো

বগুড়ার ধুনটে ঘরে আগুন লাগিয়ে সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেছেন নিপু আক্তার (২৬) নামে এক গৃহবধূ। পুলিশ জানায়, সৎ শাশুড়ির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিপু আক্তার ওই গ্রামের আশরাফুল ইসলাম ডনের স্ত্রী।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম ডন ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবার পরিজন নিয়ে থাকেন। এই দম্পতির সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। অনেক দিন আগে ডনের বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন। সৎ মা শাহনাজ খাতুন ডনের সংসারে থাকেন। পরিবারের নানা বিষয়য়াদি নিয়ে নিপু আক্তারের সঙ্গে তার সৎ শাশুড়ির প্রায়ই ঝগড়া হয়। এ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হয়। তবে, সমস্যার কোনো সমাধান হয়নি।

বুধবার দুপুরে নিপু আক্তার ও তার সৎ শাশুড়ির মধ্যে আবারো ঝগড়া হয়। এরই এক পর্যায়ে নিপু আক্তার তার সন্তানকে নিয়ে ঘরে ঢুকে  দরজা বন্ধ করে দেন। তিনি ঘরের ভেতর কাপড়ের স্তূপ করে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা ঘরের আগুন নিভিয়ে নিপু আক্তার ও তার শিশুকে অক্ষত উদ্ধার করেন। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড় পুড়ে যায়।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, ‍“ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ঘরের আগুন নিভিয়ে ফেলেন। এ কারণে আমারা মাঝপথ থেকে ফিরে যাই।”
         
ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বউ-শাশুড়ির ঝগড়ার এক পর্যায়ে ঘরে আগুন দিয়ে কোলের সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নিপু আক্তার নামে গৃহবধূ। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়