ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি বন্দরে রপ্তানি আয় ১৮ কোটি টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৫৯, ২৫ আগস্ট ২০২৫
হিলি বন্দরে রপ্তানি আয় ১৮ কোটি টাকা

রপ্তানি পণ্য নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করছে ট্রাক

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি চলছে। চলতি অর্থবছরের ৩০ জুন থেকে ২২ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে ২ হাজার ৯১ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এ থেকে বাংলাদেশ সরকার আয় করেছে ১৭ লাখ ১০ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি প্রায় ১৮ কোটি টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি মূলত আমদানি নির্ভর হলেও ধীরে ধীরে বাড়ছে রপ্তানি কার্যক্রম। বর্তমানে রাইস ব্রান (তুষের তেল), টোস্ট বিস্কুট, ম্যাংগো জুস, ঝুট কাপড়, নুডুলসসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য ভারতে রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে। সবশেষ গত ২৫ ফেব্রুয়ারি হিলি থেকে ভারতে পণ্য রপ্তানি হয়েছিল।

আরো পড়ুন:

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক বিপুল আহমেদ বলেন, “ভারতের অভ্যন্তরে কিছু জটিলতা আছে। সেগুলো দ্রুত সমাধান হলে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। ফলে সরকারের আয় বৃদ্ধি পাবে।” 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, “সরকারের প্রচেষ্টায় রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে। এই বন্দরে প্রায় দুই মাসে রপ্তানিতে রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি টাকা।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়