চাঁদাবাজির অভিযোগ, শাহজাদপুরে ট্যাংক-লরি শ্রমিকদের বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাঘাবাড়ী ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকরা ভোগান্তি পড়েন।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল রহমান গেদা জানান, গতকাল শনিবার রাতে বাঘাবাড়ীতে তাদের ইউনিয়ন অফিসে হামলা হয়। এসময় তাদের কাছে চাঁদা দাবি করেন বিএনপির নামধারী কিছু ব্যক্তি। তারা নানা অপকর্মে জড়িত। দ্রুত হামলাকারীদের দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানান তিনি।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিছ বলেন, “বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করে না। চাঁদাবাজি করছে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতারা।”
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলম আলী বলেন, “আজ সকাল ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালাকরা ভোগান্তিতে পড়েন। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”
ঢাকা/অদিত্য/মাসুদ