ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় নদী থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ৩১ আগস্ট ২০২৫  
খুলনায় নদী থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

ওয়াহেদ-উজ-জামান বুলু

খুলনার খানজাহান আলী (রহ:) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নৌপুলিশের রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা মরদেহ উদ্ধার করেন। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতবিক্ষত ও ফুলে ছিল।

আরো পড়ুন:

তিনি জানান, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ শনাক্ত করা হয়েছে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুলু সেতুর উপর থেকে লাফ দিয়েছেন। পুলিশের পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিনিয়র সাংবাদিক বুলু দৈনিক আজকের কাগজের খুলনা ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। 

বুলু নিঃসন্তান ছিলেন। গত ১১ মে তার স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। তারপর থেকে তিনি মানসিক ভেঙে পড়েন। এছাড়া তিনি আর্থিক সংকটে ভুগছিলেন। 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল  

সর্বশেষ

পাঠকপ্রিয়