ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নামে মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৫
চবির সংঘর্ষের ঘটনায় ৯৫ জনের নামে মামলা 

গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় মামলা রেকর্ড হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে মামলা রেকর্ড করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন মামলা দায়েরের তথ্য রাইজিংবিডি-কে জানান। তিনি জানান, মামলায় ৯৫ জনের নাম উল্লেখ এবং ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

আরো পড়ুন:

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে থানায় দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। তখন ওসি জানিয়েছিলেন, সংঘর্ষের ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের অস্ত্রগার থেকে অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। 

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে প্রথম দফা হামলা হয়। পরের দিন সকাল সাড়ে ১১টার দিকে একই এলাকায় আবারো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে গুরুতর জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  

ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়