ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গলায় ফাঁস দিলেন স্বামী

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫
যে কারণে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গলায় ফাঁস দিলেন স্বামী

লালমনিরহাটের হাতীবান্ধার একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়ারা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগমের ঝগড়া হয়। অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ এবং শারীরিকভাবে আঘাত করেন। অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে রাখেন। 

রাতে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে একই ধরনার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুনবী বলেন, “চেয়ারম্যানকে বিচার দেওয়ায় অভিমানে তারা দুইজন আত্নহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়