পূজায় সোনামসজিদ স্থলবন্দর ৮ দিন বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে টানা ৮ দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে আগামী ৪ অক্টোবর থেকে বন্দরে পুনরায় কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজার ছুটিতেও বন্দরের নিজস্ব কিছু কার্যক্রম যেমন, পণ্য লোড-আনলোড, পরিবহন এবং গুদামজাতকরণ চালু থাকবে। সরকারি ছুটির দিন ব্যতিত কাস্টমস খোলা থাকবে।
স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতো স্বাভাবিক থাকবে। এ বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশনের পরিদর্শক জামিরুল ইসলাম জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতো স্বাভাবিক থাকবে।
ঢাকা/শিয়াম/বকুল