ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

ঢাকার সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় রাতের আঁধারে স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতির অভিযোগ উঠেছে।

বাড়ির মালিকের দাবি, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে প্রায় ১০-১৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরো পড়ুন:

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ি তিন রাস্তার মোড় এলাকার হাজী মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহজাহান মিয়ার দাবি, ডাকাতরা সংখ্যায় পাঁচজন ছিল। তাদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং বাকিদের হাতে দেশীয় চাপাতিসহ বিভিন্ন অস্ত্র ছিল। ঘটনার সময় আগ্নেয়াস্ত্রের মুখে বাড়ির বাসিন্দাদের হাত-পা বেঁধে এ লুটপাট চালায় তারা।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফ্ল্যাটের একটি বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে তারা আগ্নেয়াস্ত্রের মুখে আমার ছোট ছেলেকে জিম্মি করে তার চোখ বেঁধে ফেলে। এরপর তারা আমার ঘরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের মুখে আমার চোখ ও হাত এবং আমার স্ত্রীর হাত বেঁধে ফেলে ঘরে থাকা নগদ ১০ থেকে ১৫ লাখ টাকা এবং প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”

তিনি বলেন, “আমার স্ত্রীর চোখ বাঁধা না থাকায় তিনি কক্ষে পাঁচজনকে দেখেছেন। তাদের হাতে অস্ত্র ছিল।”

শাহজাহান মিয়ার বড় ছেলে মো. ইমরান হোসেন অনিক বলেন, “দুর্বৃত্তরা প্রথমে বাসার একটি বারান্দার গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম অস্ত্রের মুখে আমার ছোট ভাইকে বেঁধে ফেলে। এরপর বাবা-মায়ের ঘরে ঢুকে পিস্তল ঠেকিয়ে তাদের আটকানোর পর আমাদের রুমে ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে আটকে ফেলে। সবাইকে আটকানোর পর ওরা সব রুমে ঢুকে একে একে চেক করে বাসায় থাকা সব নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়।”

এদিকে পুলিশ বলছে ডাকাতি নয়, একটি চুরির অভিযোগ পেয়েছেন তারা। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, “বারান্দার গ্রিল কেটে একটি চুরির ঘটনার লিখিত অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়