ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে র‌্যালি বের করা হয়।

দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালির নেতৃত্ব দেন সদ্য দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান। এতে সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, স্কুল শিক্ষার্থীসহ হাজারো জনসাধারণ অংশ নেন।

আরো পড়ুন:

র‍্যালিতে শোভা পায় ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটর বাইক। এছাড়া রঙিন টি-শার্টে হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি, কক্সবাজার সার্ফিং কমিউনিটি এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানও নিজেদের ব্যানারে অংশ নেয়।

জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “পর্যটনের সঙ্গে কক্সবাজারের সব মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আমরা সবাইকে নিয়ে আজকের দিন উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে আরো টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।”

পর্যটকদের নিরাপত্তা এবং আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, “এই সময়ে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে অবকাশ যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

র‍্যালির শেষে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং উপস্থিত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা এই দিবসটি সকল সদস্য দেশে মর্যাদার সঙ্গে উদযাপন করে আসছে।

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়